জুলাই ঘোষণাপত্রের আগে জাতির উদ্দেশে ড. ইউনূসের ভিডিও বার্তা, এটাই নতুন পথের শুরু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৫, ১৩:৫১

ছবি: সংগৃহীত

৫ আগস্ট—জুলাই গণঅভ্যুত্থান দিবস। এই দিনে জাতির উদ্দেশে এক গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। জুলাইয়ের মহানায়কদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন আমরা এই দেশকে সত্যিকারের জনকল্যাণকর রাষ্ট্রে পরিণত করতে পারবো।

তিনি বলেন—জুলাই শহীদদের আত্মত্যাগ আমরা বৃথা যেতে দেব না। তাদের স্বপ্নই হবে আমাদের আগামী বাংলাদেশের নির্মাণরেখা। আজকের এই দিনে এটাই হোক আমাদের শপথ।

২০২৪ সালের এই দিনে—ছাত্র-জনতার অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। টানা দেড় দশকের শাসনের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান।

২০২৫ সালের আজকের এই দিন, সেই বিপ্লবের বর্ষপূর্তি। সারাদেশে চলছে উদযাপন, জেলা প্রশাসনের আয়োজনে প্রচার করা হচ্ছে প্রধান উপদেষ্টার এই ভিডিও বার্তা।

বিকাল ৫টায়, রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পাঠ করা হবে ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র। সেখানে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ, শহীদ পরিবার ও আহত যোদ্ধারা। দিনভর সাংস্কৃতিক আয়োজনে মুখর থাকবে পুরো এলাকা।

এই ভিডিও বার্তায় প্রধান উপদেষ্টা স্পষ্ট করে দিলেন—জুলাই শহীদদের রক্ত বৃথা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাবে, নতুন পথে, নতুন শপথে। এই দিন, এই বার্তা—নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top