বাংলাদেশে গণপিটুনি ও নির্যাতন বৃদ্ধি, মানবাধিকার উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৭

বাংলাদেশে গণপিটুনিতে মৃত্যুর ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। মানবাধিকার সংগঠন এমএসএফ জানিয়েছে, আগস্ট মাসে ৩৮টি ঘটনায় ২৩ জন নিহত ও ৪৩ জন আহত হয়েছেন। জুলাইয়ে নিহত হয়েছিলেন ১৬ জন। নিহতদের মধ্যে বেশিরভাগই চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে জনরোষের শিকার।
একই প্রতিবেদনে দেখা যায়, আগস্টে সাংবাদিক নির্যাতনের ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে। ৩৩টি ঘটনায় আক্রান্ত হয়েছেন ৯৬ সাংবাদিক। এর মধ্যে ১ জনকে হত্যা করা হয়, ৩৬ জন আইনি হয়রানির শিকার, আর ২০ জনকে চাকরিচ্যুত করা হয়েছে। জুলাইয়ের তুলনায় আক্রান্ত সাংবাদিকের সংখ্যা প্রায় তিন গুণ।
এ ছাড়া আগস্টে রাজনৈতিক সহিংসতার ৪৯টি ঘটনায় ৫৪৯ জন আহত ও ২ জন নিহত হয়েছেন। কারা হেফাজতে মৃত্যু হয়েছে আরও ১০ জনের।
সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ১০টি ঘটনা এবং নারী-শিশুর ওপর সহিংসতার ৩৪৯টি ঘটনা নথিভুক্ত করেছে এমএসএফ। এর মধ্যে ধর্ষণ হয়েছে ৪৭টি, সংঘবদ্ধ ধর্ষণ ১৯টি এবং ধর্ষণ-পরবর্তী হত্যা ৪টি। মানবাধিকার সংগঠনটির মতে—এই চিত্র দেশে আইনশৃঙ্খলার চরম অবনতির প্রমাণ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।