ডাকসু নির্বাচনে শান্তিপূর্ণ ভোট, প্রার্থীদের ভিন্ন বার্তা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:১৩

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভোটগ্রহণ চলছে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ক্যাম্পাসের ৮টি কেন্দ্রে ৮১০টি বুথে ভোট চলছে।
আজ সকাল ১০টা ৫৫ মিনিটে টিএসসি কেন্দ্র পরিদর্শন শেষে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, আমাদের সঙ্গে নোংরামি হলে তার সঙ্গে প্রতিহিংসা দেখাতে চাই না। আমরা সত্য ও সৌন্দর্য দিয়ে প্রতিবাদ জানাব।
তিনি অভিযোগ লঙ্ঘনের ভিত্তিহীন দাবি তুলে ধরেন। বলেন, চিফ রিটার্নিং অফিসার নিজে আমাকে ভোটকেন্দ্রে নিয়ে গেছেন এবং স্বচ্ছ ব্যালট বাক্স দেখিয়েছেন। প্রার্থীরা এটি দেখার অধিকার রাখে।
এদিকে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম সকাল সাড়ে ৮টায় উদয়ন স্কুল অ্যান্ড কলেজে ভোট দেন। তিনি বলেন, দায়িত্বশীল আচরণ করব। আমাদের মূল কথা, শিক্ষার্থীদের ভয়েসই আমাদের ভয়েস।
নির্বাচনে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন, আইনশৃঙ্খলা বাহিনী ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।