শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২

জাকসু নির্বাচনের ভোট গণনা টানা তিন দিন ধরে চলছে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৮

ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ—জাকসু নির্বাচনের ভোট গণনা চলছে টানা তিন দিন ধরে। এরই মধ্যে হল সংসদের ভোট গণনা শেষ হলেও জাকসুর কেন্দ্রীয় ফলাফল এখনো ঘোষণা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই গণনা চলছে। তবে কবে শেষ হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। নির্বাচন কমিশন বারবার আলাদা সময় বেঁধে দিলেও তা মেনে উঠতে পারছে না।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান শুক্রবার রাতের মধ্যেই ফলাফল ঘোষণার আশ্বাস দিয়েছিলেন।

কিন্তু তার আগেই সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফল প্রকাশ করা সম্ভব। তার আগের বক্তব্যে তিনি দুপুরেই ফল প্রকাশের সম্ভাবনার কথা বলেছিলেন।

গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে রাত সোয়া ১০টা থেকে ভোট গণনা শুরু হয়। সেটি আজ শনিবার পর্যন্ত অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top