আলেম-মসজিদ থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? মির্জা ফখরুলের প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ১৪:১৭

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন—দেশে অগণিত মুসলমান, মসজিদ এবং মাদরাসা থাকা সত্ত্বেও কেন এত অন্যায়, দুর্নীতি, চুরি এবং অর্থপাচার হচ্ছে? তিনি আফসোস করে বলেন, একটা মসজিদ তৈরি করতে মানুষের যে আগ্রহ দেখা যায়, সেই আগ্রহ ভালো মানুষ তৈরিতে কোথায় যেন হারিয়ে যায়, তা তিনি বুঝতে পারেন না।

তাঁর মতে, ধর্ম ও নৈতিকতা সমাজে কীভাবে প্রয়োগ করা যায়, এ নিয়ে দেশে আরও গভীর আলোচনা ও উদ্যোগ জরুরি। তিনি ইন্দোনেশিয়ার মতো শক্তিশালী ধর্মীয় প্রাতিষ্ঠানিক কাঠামোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

বিএনপিকে 'উদারপন্থী গণতান্ত্রিক দল' উল্লেখ করে ফখরুল অভিযোগ করেন, গত ১৫-১৬ বছরে বর্তমান সরকারের অধীনে মানুষের ভোটাধিকার ও ধর্ম পালনের অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। গণতন্ত্র না থাকলে কোনো শ্রেণির অধিকারই প্রতিষ্ঠিত হয় না।

তিনি কিছু আলেম-ওলামার দ্বারা শেখ হাসিনাকে 'কওমি জননী' উপাধি দেওয়া নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, প্রতিষ্ঠানগুলোতে দলীয় লোক নিয়োগ দেওয়ায় তা ধ্বংস হয়ে গেছে। বিএনপি ক্ষমতায় এলে ইসলামী ফাউন্ডেশনকে পূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে উন্নীত করার উদ্যোগ নেবে।

ফখরুল বলেন, নৈতিক শিক্ষা প্রতিষ্ঠা করা গেলে দেশে হত্যা, রাহাজানি এবং অপরাধ অনেকটাই কমে যাবে। তাই মাদরাসা, স্কুল, শিক্ষক ও পরিবার থেকে আসা নৈতিকতাকে শক্তিশালী করাই হবে অগ্রাধিকার।

পরিশেষে তিনি সবার প্রতি আহ্বান জানান—ঐক্যবদ্ধ হয়ে একটি সুন্দর, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে। এর মাধ্যমেই গণতান্ত্রিক সরকার ও পার্লামেন্ট গঠিত হবে এবং জনগণের সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top