শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২

ওসমান হাদিকে শেষ বিদায়: উত্তাল শাহবাগ, আজ রাষ্ট্রীয় শোক

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৩:৪০

সংগৃহীত

আজ ২০ ডিসেম্বর, বাংলাদেশ পালন করছে রাষ্ট্রীয় শোক। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে আজ জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। কে ছিলেন এই হাদি আর কেন তাকে নিয়ে এতো আলোচনা?

সিঙ্গাপুর থেকে গতকাল বিকেলে হাদির মরদেহ দেশে পৌঁছেছে। আজ দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে মরদেহ এবং রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে।

গত ১২ই ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে বক্স কালভার্ট রোডে দুর্বৃত্তদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হলেও শেষরক্ষা হয়নি। গত বৃহস্পতিবার রাতে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।

ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা এই তরুণ শিক্ষক জুলাই অভ্যুত্থানের পর ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন। ভারতীয় আধিপত্যবাদ এবং আওয়ামী শাসনের বিরুদ্ধে তাঁর কণ্ঠ ছিল আপসহীন। হত্যার হুমকি পেয়েও তিনি বলেছিলেন, ইনসাফের লড়াই থেকে তিনি সরবেন না।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে হাদির পরিবার ও সন্তানের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন। শাহবাগ মোড়কে ইতিমধ্যেই ‘শহীদ ওসমান হাদি চত্বর’ ঘোষণা করা হহয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top