ফরিদপুরে জেমসের শো-তে তাণ্ডব! ট্রমা কাটছে না উপস্থাপিকার
জেমসের কনসার্টে হামলা! ফরিদপুরে রক্তারক্তি ও চরম আতঙ্ক
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৯
কনসার্টের মঞ্চে বৃষ্টির মতো পড়ছে ইটপাটকেল! মাঝপথেই পণ্ড হলো নগরবাউল জেমসের শো। ফরিদপুর জিলা স্কুলে যা ঘটলো, তা রীতিমতো এক ভয়ংকর ট্রমা।
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তির অনুষ্ঠান ছিল এটি। জেমস গান গাইতে মঞ্চে ওঠার ঠিক আগেই দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে কয়েক হাজার বহিরাগত। বাধা দিলে তারা এলোপাথাড়ি ইট ছুড়তে শুরু করে।
অনুষ্ঠানের উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা জানান, তার ঠিক সামনেই বড় বড় ইট এসে পড়ছিল। প্রায় ২৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। নিজের দীর্ঘ ক্যারিয়ারে এমন ভয়াবহ পরিস্থিতির মুখে কখনো পড়েননি বলে জানান তিনি।
নিরাপত্তা ঝুঁকির কারণে জেমস ও শ্রাবণ্যকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয় এবং কনসার্টটি বাতিল করা হয়। উৎসবের মুহূর্তটি নিমিষেই রূপ নেয় এক বিভীষিকায়
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।