অলি আহমদের এলডিপি ও নাহিদের এনসিপি এখন জামায়াতের জোটে
১০ দলীয় জোটের আত্মপ্রকাশ! জামায়াতের সঙ্গে অলি আহমদ ও এনসিপি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৯
নির্বাচনি রাজনীতিতে বড় ধামাকা! জামায়াত ইসলামী ও চরমোনাই পীরের ৮ দলীয় জোটে যোগ দিল অলি আহমদের এলডিপি এবং এনসিপি। ১০ দলীয় জোটের ঘোষণা দিলেন ডা. শফিকুর রহমান।
রবিবার প্রেস ক্লাবে মাওলানা মামুনুল হকের সঞ্চালনায় এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। আমিরে জামায়াত জানান, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে আলোচনা হয়েছে এবং তারা দেশ গঠনের এই জোটে একমত।
ডা. শফিকুর রহমান স্পষ্ট করেছেন, ৩০০ আসনেই তারা আলোচনার ভিত্তিতে প্রার্থী দেবেন। এটি কেবল নির্বাচনি নয়, দেশ গঠনের জোট। আসন বিন্যাস প্রায় শেষ, যা দ্রুতই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
জোটের পক্ষ থেকে নির্বাচনের তারিখ পরিবর্তন না করার দাবি জানানো হয়েছে। তারা আশা করছেন, কমিশন ও সরকার সঠিক সময়ে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।