বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

এলপিজির দাম বাড়ার পেছনে খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজি: জ্বালানি উপদেষ্টা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৭:৫২

সংগৃহীত

খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের কারসাজির কারণেই এলপিজি গ্যাসের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জ্বালানি উপদেষ্টা জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সম্প্রতি এলপিজির দাম কিছুটা বাড়িয়েছে। এই সম্ভাব্য মূল্যবৃদ্ধির সুযোগ নিয়ে কিছু ব্যবসায়ী আগেভাগেই বাজারে দাম বাড়িয়ে দেন, যার ফলে এলপিজির বাজারে অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তিনি বলেন, “এলপিজির দামে এমন অস্বাভাবিক বৃদ্ধির কোনো বাস্তব কারণ নেই। এটি সম্পূর্ণভাবে কারসাজির ফল।”

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকারের পক্ষ থেকে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে ফাওজুল কবির খান বলেন, দেশের প্রতিটি জেলায় এলপিজির দাম তদারকিতে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কেবিনেট সেক্রেটারিকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কারসাজির সঙ্গে কারা জড়িত—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলেই এই অনিয়মের সঙ্গে যুক্ত।

সরকার এলপিজির বাজার স্থিতিশীল রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top