রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

শীতের কমতে শুরু, ক্রেতার সমাগম বেড়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১২:০৫

ছবি: সংগৃহীত

শীতের দাপট কমতে শুরু করার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে জমতে শুরু করেছে রাজধানীর পূর্বাচলে অনুষ্ঠিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শুক্র ও শনিবারের ছুটির দিনে ক্রেতা সমাগম noticeably বেড়েছে। বেচা-বিক্রি ভালো হওয়ায় বিক্রেতাদের মুখেও ফুটেছে হাসি।

রাজধানীর পূর্বাচলে বসানো হয়েছে মেলার ৩০তম আসর। গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়। কিন্তু তীব্র শীতের কারণে এতদিন ক্রেতা সমাগম কম ছিল। শীতের তীব্রতা কমার সঙ্গে সঙ্গে মেলায় আসতে শুরু করেছেন ক্রেতা-দর্শনার্থীরা।

মেলার প্রথম দিনগুলোতে শুক্রবার ও শনিবার সকাল থেকেই ক্রেতাদের ভিড় লক্ষ্য করা গেছে। অন্যান্য দিনের তুলনায় ছুটির দিনে ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে সন্তুষ্টি দেখা দিয়েছে। বিক্রেতারা জানিয়েছেন, “ছুটির দিনে স্বাভাবিকভাবেই মেলায় ক্রেতা-দর্শনার্থীদের ভিড় থাকে। বেচা-বিক্রিও ভালো হয়।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top