স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির হত্যা, যা দেখা গেল সিসিটিভি ফুটেজে
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ০৯:৪৮
রাজধানীর ফার্মগেট এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে। এ ঘটনায় আবু সুফিয়ান নামে আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
বুধবার (৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার কিছু পর ফার্মগেটের স্টার হোটেলের সামনে এ গুলির ঘটনা ঘটে। হামলার পরপরই দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে গণমাধ্যমের হাতে এসেছে। ফুটেজে দেখা যায়, গুলির পর কয়েকজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাচ্ছে।
পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় আবু সুফিয়ানও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। আবু সুফিয়ান কারওয়ান বাজার ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, মুছাব্বিরকে লক্ষ্য করে মোট পাঁচ রাউন্ড গুলি ছোড়া হয়। এর মধ্যে একটি গুলি তার পেটে লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ফজলুল করিম জানান, ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে আজিজুর রহমান মুছাব্বির মারা গেছেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, তেজতুরী বাজার এলাকায় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মুছাব্বির ও আবু সুফিয়ানকে লক্ষ্য করে গুলি চালায়। আহতদের উদ্ধার করে প্রথমে বিআরবি হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক মুছাব্বিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।