রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

পিরোজপুরে দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১২ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

রাজনীতি ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ০৯:৪১

ছবি: সংগৃহীত

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় দুই ইউপি চেয়ারম্যানসহ বিএনপির ১২ নেতার বহিষ্কার ও দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে দল।

দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং নাজিরপুর উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসান খান পৃথকভাবে স্বাক্ষরিত আদেশে এসব নেতার বহিষ্কার ও অব্যাহতির সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়। শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

বহিষ্কার ও দলীয় পদ থেকে অব্যাহতির আদেশ প্রত্যাহারপ্রাপ্ত নেতারা হলেন— নাজিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবদল নেতা মো. রাসেল শিকদার, কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. হাসানাত ডালিম, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার মো. হালিম, সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মো. বরকত উল্লাহ তালুকদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, বিএনপি নেতা মো. রেজোয়ান হোসেন, মো. জাফর বাহাদুর, হুমায়ুন হাজরা, আবু সাঈদ খান ও মো. সোহেল মল্লিক।

নাজিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. মিজানুর রহমান দুলাল বলেন, সংশ্লিষ্ট নেতারা দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আবেদন করলে কেন্দ্রীয় ও উপজেলা পর্যায়ের নেতাদের সিদ্ধান্তে তাদের বহিষ্কার ও অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top