সোমবার, ১২ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

ভোট একটি আমানত, খেয়ানতকারীর হাতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

এস কে বাপ্পি খুলনা প্রতিনিধি | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৬, ১৩:১৭

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ভোট একটি আমানত, যা অবশ্যই সৎ ও যোগ্য ব্যক্তির হাতে দিতে হবে। খেয়ানতকারীর হাতে ভোটের আমানত দিলে সেই খেয়ানতের দায় ভোটারদের ওপরও বর্তায়।

শুক্রবার (৯ জানুয়ারি) খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ভোটার সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “ভোট মানেই শক্তি। একজন রিকশাচালকের ভোটের মূল্য যেমন, ঠিক তেমনি রাষ্ট্রপতির ভোটের মূল্যও সমান। একটি ভোটেই কেউ জেতে, একটি ভোটেই কেউ হারে। যদি এই শক্তি অসৎ, চাঁদাবাজ, মাস্তান বা নেশাখোরের হাতে যায়, তারা তা ব্যবহার করে চাঁদাবাজি, সন্ত্রাস, চাল-গম ও ত্রাণের টাকা লুটপাট এবং জনগণের ওপর জুলুম চালাবে। আমার দেওয়া ভোটের কারণে যদি কেউ এই ক্ষমতা পেয়ে চুরি, দুর্নীতি ও অন্যায়ের সঙ্গে জড়ায়, আমি সেই গুনাহের অংশীদার। বিপরীতে, আল্লাহভীরু ও সৎ মানুষকে ভোট দিলে তারা মানুষের কল্যাণে কাজ করবেন, আর সেই নেকির ভাগ ভোটাররাও পাবেন।”

সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় সংসদ দেশের আইনসভা। ৩০০ সংসদ সদস্য যে আইন তৈরি করবেন, সেই আইন দিয়ে দেশ চলবে এবং তারা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্র পরিচালনার নেতৃত্ব নির্ধারণ করবেন। ৩০০ আসনের মধ্যে যদি ১৫০টির বেশি আসনে সৎ ও আল্লাহভীরু মানুষ পাঠানো যায়, তাহলে রাষ্ট্রের প্রতিটি স্তরে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা সম্ভব।”

তিনি আরও বলেন, এবার জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলামসহ মোট ১২টি দল একযোগে নির্বাচনে অংশ নিচ্ছে। স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা চুরি, দুর্নীতি ও জুলুমমুক্ত শাসনের গ্যারান্টি দিতে পারেনি। এতদিন আলেম-ওলামাদের কার্যক্রম মসজিদ, মাদরাসা ও জানাজার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়েছে, কিন্তু এবার মসজিদের ইমামরাই রাষ্ট্রেরও ইমাম হবেন, জানাজার ইমামরাই সংসদেরও প্রতিনিধিত্ব করবেন।

বক্তব্য শেষে মিয়া গোলাম পরওয়ার দেশবাসীর জন্য দোয়া কামনা করে বলেন, “আল্লাহ যেন দেশের সব কাজকে ইবাদত হিসেবে কবুল করেন এবং জাতিকে খেয়ানত থেকে রক্ষা করেন। গত ৫৪ বছরে যারা দেশ পরিচালনার দায়িত্বে ছিল, তাদের চরিত্র, সততা ও আদর্শের পরীক্ষা হয়েছে এবং তারা ব্যর্থ হয়েছে। তাই ফেল করা শক্তিকে আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব না দেওয়ার আহ্বান জানাই।”

এদিন বিকেল ৪টায় বান্দা হিন্দু সদস্য সমাবেশে ভান্ডারপাড়া ইউনিয়ন সভাপতি ডা. নিত্য রজ্ঞন রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মিয়া গোলাম পরওয়ার। এতে বক্তৃতা করেন ডুমুরিয়া উপজেলা হিন্দু কমিটির সভাপতি ডা. হরিদাস মন্ডল, অ্যাডভোকেট অশোক কুমার সিংহ, অধ্যক্ষ দেবপ্রসাদ মন্ডল, ডা. সুজিৎ সরকার, মাওলানা কামরুল ইসলাম, মাওলানা আসাদুজ্জামান, মাওলানা আইয়ুব আলী, মলয় বিশ্বাস, প্রীতিশ মন্ডল, সঞ্জয় মন্ডল, দূর্গা দাস বিশ্বাস ও রুইদাস মন্ডল প্রমুখ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top