দুই দশক পর সিলেটে আসছেন তারেক রহমান, শুরু হচ্ছে নির্বাচনী প্রচারণা
স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৬, ১১:৩৪
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুই দশক পর সিলেট সফরে যাচ্ছেন। ২২ জানুয়ারি নগরের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। তার সফরকে ঘিরে সিলেট উৎসবমুখর হয়ে উঠেছে, যেখানে মাইকিং, মিছিল ও মিটিং-সহ বিভিন্ন অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছেন।
১৯৯১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তনের পর থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করতেন। তার ধারাবাহিকতায় এইবার দলের বর্তমান চেয়ারম্যান তারেক রহমানও সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করবেন।
নেতাকর্মীরা জানিয়েছেন, ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সবাই তারেক রহমানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। অনেকেই শুধু রাজনীতির কারণে নয়, বরং সিলেটের ‘জামাই’ মুখে কিছু কথা শুনতে ও এক নজর দেখার জন্যও উদগ্রীব।
সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “এ পবিত্র মাটি থেকে মাজার জিয়ারতের মাধ্যমে তিনি নির্বাচনী প্রচারণা শুরু করবেন। আগে বেগম খালেদা জিয়াও জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরু করতেন। তারেক রহমান যে মাঠে বক্তৃতা করবেন, সেখানে আগে বেগম জিয়া ভাষণ দিয়েছেন। ১৯৭৮ সালে জিয়াউর রহমানও এই মাঠে ভাষণ দিয়েছিলেন।”
দলের চেয়ারম্যানের সফর সফল করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি বিস্তারিত কর্মসূচি ঘোষণা করেছে। জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সামিয়া চৌধুরী বলেন, “সিলেটের নারীরাও চাইছেন তারেক রহমানকে নিজ চোখে দেখবেন। তাই আমরা প্রস্তুতি নিয়েছি। নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে, যাতে তারা কাছ থেকে তাঁকে দেখতে পারেন।”
সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসেইন বলেন, “আমরা আশা করছি, সর্বকালের সর্ববৃহৎ জনসমাবেশ সিলেটে হবে। এই জনসমাবেশ থেকে নির্বাচনী কার্যক্রম শুরু হলে তার প্রতিফলন সারা দেশে দেখা যাবে।”
সিলেটে সফর নির্বিঘ্ন রাখতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী জানিয়েছেন, “বিএনপি চেয়ারম্যানের যাত্রা, অবস্থান এবং জনসমাবেশ নির্বিঘ্নে হবে, ইনশাল্লাহ।”
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আকাশপথে সিলেটে পৌঁছানোর পর ২২ জানুয়ারি সকালে মাজার জিয়ারত শেষে সকাল ১১টায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এরপর ঢাকা যাওয়ার পথে সড়কপথে বেশ কয়েকটি জনসভায় বক্তব্য রাখবেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।