শনিবার, ৩ জানুয়ারি ২০২৬, ২০ পৌষ ১৪৩২

আই ওয়াজ রিয়েলি শকড, কেন এই কথা মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১৩:০১

সংগৃহীত

বিপিএলের সর্বশেষ আসরে ফরচুন বরিশালকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পরও এবারের বিপিএলের নিলামে প্রথম ডাকে তাকে দলে নিতে কোনো ফ্র্যাঞ্চাইজির আগ্রহ না দেখানোয় বিস্মিত হয়েছেন এই তারকা ক্রিকেটার নিজেও।

সিলেট টাইটান্সের বিপক্ষে ম্যাচসেরা হয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নিলাম প্রসঙ্গে মাহমুদউল্লাহ বলেন,
“হ্যাঁ, আমি নিলাম দেখছিলাম এবং আই ওয়াজ রিয়েলি শকড। কারণ শেষ দুই-তিন বছরের পারফরম্যান্স আর পরিসংখ্যান দেখলে আমার মনে হয় অনেক জাতীয় দলের খেলোয়াড়ও আমার ধারেকাছে নেই—হোক সেটা স্ট্রাইক রেট, গড় বা রান।”

শেষ পর্যন্ত রংপুর রাইডার্স তাকে দলে নেওয়ায় ফ্র্যাঞ্চাইজিটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াদ। তিনি বলেন,
“আমি সত্যিই ইশতিয়াক সাদেক ভাই এবং রংপুর রাইডার্স ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ জানাতে চাই। শুরুতে আমাকে কেউ নেয়নি, এরপর তারা আমাকে এই সুযোগ দিয়েছে। আমি বিপিএল খেলতে চেয়েছিলাম। সুযোগ পাওয়ার পর আমার ভেতরে একটা তাগাদা কাজ করছে—ফ্র্যাঞ্চাইজি, টিম মালিক, কোচ ও অধিনায়কের জন্য নিজের সামর্থ্য প্রমাণ করার।”

পরিসংখ্যানের দিক থেকেও মাহমুদউল্লাহর সাম্প্রতিক বিপিএল পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। গত মৌসুমে ফরচুন বরিশালের হয়ে ১৪ ম্যাচের মধ্যে ৮ ইনিংসে ব্যাট করে ১৪৩.০৫ স্ট্রাইক রেটে ২০৬ রান করেন তিনি। এর আগে ২০২৪ বিপিএলেও একই দলের হয়ে ১৩ ইনিংসে ১৩৪.৬৫ স্ট্রাইক রেটে ২৩৭ রান আসে তার ব্যাট থেকে।

অভিজ্ঞ এই ক্রিকেটারের এমন ধারাবাহিক পারফরম্যান্সের পরও নিলামে অবহেলিত হওয়া নিয়ে ক্রিকেট অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। তবে মাঠের পারফরম্যান্স দিয়েই নিজের সামর্থ্যের জবাব দিতে প্রস্তুত মাহমুদউল্লাহ—এমনটাই স্পষ্ট তার কথায়।


এনএফ৭১/এসআর



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top