ঢাকাসহ সারাদেশে কনকনে শীত, রাজধানীতে তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৬, ১১:০৭
কনকনে শীতে জবুথবু পুরো দেশ। রাজধানী ঢাকাতেও শীত জেঁকে বসেছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে ঢাকায় তাপমাত্রা নেমে ১২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। তীব্র হিম বাতাস ও ঘন কুয়াশায় শীতের তীব্রতা আরও বাড়ছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৩ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯ শতাংশ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৭ ডিগ্রি সেলসিয়াস।
অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, দুপুর ১টা পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে শুষ্ক আবহাওয়ার পাশাপাশি মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বাতাস ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।