রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

গ্রেটা থুনবার্গ গাজাকে ‘গণহত্যা’ বললেন, সাহায্য মিশন চালু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৮

ছবি: সংগৃহীত

গাজায় চলমান পরিস্থিতিকে ‘গণহত্যা’ আখ্যা দিলেন জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গ। তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে আহ্বান জানিয়েছেন— আন্তর্জাতিক আইনে তার ‘গণহত্যা প্রতিরোধের দায়িত্ব’ পালন করতে।

থুনবার্গ এই বক্তব্য দেন গাজার উদ্দেশে রওনা হওয়া গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের নৌবহর থেকে। এই বহর খাদ্য, শিশুদের দুধ ও চিকিৎসা সামগ্রী পৌঁছে দিচ্ছে।

থুনবার্গ বলেন— আমরা লাইভস্ট্রিমে গণহত্যা দেখতে পারি না। সরকার নীরব, অথচ সাধারণ মানুষ এগিয়ে আসছে।

এ মিশন ঝুঁকিপূর্ণ। অতীতে ফ্লোটিলা অভিযানে অন্তত ১০ কর্মী নিহত হয়েছেন। থুনবার্গ নিজেও জুন মাসে ইসরায়েলের হাতে আটক হয়েছিলেন।

তবুও তার বার্তা স্পষ্ট— যত বেশি গণহত্যা চলবে, তত বেশি প্রতিরোধও বাড়বে। যুদ্ধাপরাধীদের সঙ্গে বিশ্বের মানুষ নেই। জাতিসংঘ ইতিমধ্যেই সতর্ক করেছে— গাজা পূর্ণাঙ্গ দুর্ভিক্ষের মুখে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top