সোমবার, ৫ জানুয়ারি ২০২৬, ২২ পৌষ ১৪৩২

ভেনেজুয়েলায় মার্কিন হামলায় মাদুরো আটক: আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ নিউইয়র্ক মেয়রের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৬, ০৯:৫৩

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটককে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয় সময় শনিবার (৩ জানুয়ারি) মধ্যরাতে মার্কিন বাহিনীর অভিযানে তাকে আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছেন নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি একে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছেন।

ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর সামরিক অভিযানে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেন্সকে আটক করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, এই ধরনের অভিযান যুদ্ধের মতোই একটি নিকৃষ্ট কাজ এবং তা শুধু আন্তর্জাতিক আইনই নয়, দেশের অভ্যন্তরীণ আইনকেও লঙ্ঘন করে।

নতুন বছরের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে শপথ নেওয়া জোহরান মামদানি দায়িত্ব গ্রহণের এক সপ্তাহ না যেতেই আন্তর্জাতিক রাজনীতি প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করেছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ভেনেজুয়েলা ইস্যুতে তিনি যুক্তরাষ্ট্র সরকারের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেন।

জোহরান মামদানি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্টকে এভাবে আটক করা আন্তর্জাতিক নিয়ম-কানুনের পরিপন্থী এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্যও হুমকিস্বরূপ।

এই ঘটনায় বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top