রাজধানীতে ঝোড়ো হাওয়াসহ, স্বস্তির বৃষ্টি
Nasir Uddin | প্রকাশিত: ১০ এপ্রিল ২০২৫, ১৯:০৫

টানা মৃদু তাপপ্রবাহে অতিষ্ঠ রাজধানীবাসীর মাঝে স্বস্তি দিল বৃষ্টি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ধূলিঝড়ের পর নেমেছে এই স্বস্তির বৃষ্টি। সাথে থেমে থেমে আকাশে বিদ্যুৎ চমকায়। যদিও এর পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অধিদফতর।
এর আগে থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হতে শুরু করে। কিছু সময়ের মধ্যেই আকাশে গুমোট পরিবেশ এবং ঝড়ো বাতাস শুরু হয়। পরে হালকা বৃষ্টি হলেও কিছু সময়ের মধ্যে এসব এলাকার বিভিন্ন সড়ক ভিজে যায়। আবার অনেক এলাকায় বৃষ্টি না হলেও আকাশ মেঘাচ্ছন্ন থাকে।
এর আগে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে, আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।