ঢাকায় বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকায় বড় মাত্রার ভূমিকম্প হলে ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, মধুপুর ফল্টে ৬.৯ মাত্রার ভূমিকম্প হলে রাজধানীর প্রায় ৪০ শতাংশ ভবন—অর্থাৎ ৮ লাখের বেশি ভবন ধসে পড়তে পারে। এতে ২ লাখ ১০ হাজার থেকে ৫ লাখ মানুষ নিহত হতে পারে এবং অন্তত আড়াই লাখ মানুষ গুরুতর আহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ও ভূমিকম্প বিশেষজ্ঞ ড. মেহেদী আহমেদ আনসারী বলেন, ঢাকাসহ দেশের স্থাপনা ভূমিকম্প সহনীয় করার জন্য দুইটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে—ভূমিকম্প সহনশীল ভূমি ব্যবহার পরিকল্পনা এবং ভবন ও স্থাপনার কাঠামোগত নিরাপত্তা নিরীক্ষা। তিনি উল্লেখ করেন, রাজউক ইতোমধ্যেই ভূমিকম্প সহনীয় ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করেছে, তবে সেটি মাস্টারপ্ল্যান ড্যাপে অন্তর্ভুক্ত হয়নি।

ড. মো. আব্দুল লতিফ হেলালী বলেন, জাপানে ভূমিকম্প সহনীয় নগর গড়তে ৩০ বছর লেগেছে, ঢাকায় তা করতে অন্তত ৫০ বছর লাগবে। তবে দুঃখজনক হলেও সত্য, প্রয়োজনীয় কাজ শুরু হওয়ার পর তা বন্ধ করে রাখা হয়েছে।

রাজউকের আরবান রেজিলিয়েন্স প্রকল্প ২০১৫ সালে শুরু হয়। বিশ্বব্যাংকের ৫৬৮ কোটি টাকার ঋণ সহায়তায় প্রকল্পের প্রস্তুতি ২০২৪ সালের জুনে শেষ হলেও, দায়িত্ব ও সংস্থার উদাসীনতায় কার্যক্রম দেড় বছর ধরে আটকে আছে। মহাখালীতে ১৫০ কোটি টাকা ব্যয়ে নির্মিত স্টিল স্ট্রাকচারের ১০ তলা ভবন এবং আধুনিক যন্ত্রপাতি এখনও পরিত্যক্ত অবস্থায় রয়েছে।

রাজউক চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম জানান, নতুনভাবে গঠিত ট্রাস্টের আওতায় নগরের ভবনগুলোর ফিটনেস যাচাই-বাছাই করা হবে এবং বিশেষ রঙের মার্কিং দিয়ে তা চিহ্নিত করা হবে। এতে ভবন নির্মাণের ক্ষেত্রে ৭ থেকে ৮ মাত্রার ভূমিকম্প সহনীয়তা নিশ্চিত করার চেষ্টা করা হবে।

রাজউকের জরিপ অনুযায়ী, ঢাকার:

  • ১.৫% এলাকা অতি ঝুঁকিপূর্ণ, যেখানে কোনো স্থাপনা করা যাবে না

  • ২৬% এলাকায় উন্নয়ন সীমা নির্ধারণ প্রয়োজন

  • ১৩% এলাকায় উন্নয়ন নিয়ন্ত্রণ জরুরি

  • ২৯% এলাকায় ঝুঁকি তুলনামূলক কম

ঢাকার মোট ২১ লাখের বেশি ভবনের মধ্যে ৬ লাখ পাকা ভবন। গবেষণা বলছে, মধুপুর ফল্টে বড় ভূমিকম্প হলে পাকা ভবনের ৭৫ হাজার পর্যন্ত ধসে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, প্রকল্প বাস্তবায়ন ও ভূমি ব্যবহার পরিকল্পনা বিলম্বিত হলে ঢাকায় সম্ভাব্য ভূমিকম্পের ক্ষয়ক্ষতি অকল্পনীয় হবে। তাই এখনই সময় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top