বিশ্বকাপ ক্যারিয়ারে সাকিবের যত অর্জন, একনজরে দেখুন
শাকিল খান | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৩, ১৩:৪০
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের এক ম্যাচ বাকি থাকতেই ছিটকে গেলেন সাকিব আল হাসান। আঙুলের ইনজুরির কারণে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে পারবেন না বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বিশ্বকাপ অলরাউন্ডারদের তালিকায় সবাইকে ছাড়িয়ে গেছেন বাংলার এই পোষ্টারবয়। তার ওপরে আর কেউই নেই। ৩৬ ম্যাচে ১৩৩২ রান ও ৪৩ উইকেট তার। তালিকার দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ক্রিস গেইল (১১৮৬ রান, ১৬ উইকেট) ও সনাৎ জয়াসুরিয়া (১১৬৫ রান, ২৭ উইকেট)।
২০০৭ বিশ্বকাপ
নিজের প্রথম বিশ্বকাপে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বাধিক ৯ ম্যাচে ২৮.৮৫ গড়ে ২০২ রান করেছিলেন সাকিব। সর্বোচ্চ ৫৭*। বল হাতে ৪.৯৬ ইকোনমিতে তার শিকার ছিল ৭ উইকেট।
২০১১ বিশ্বকাপ
বাংলাদেশ, ভারত ও শ্রীলংকায় অনুষ্ঠিত ২০১১ বিশ্বকাপে ৬ ম্যাচে ২৩.৬৬ গড়ে ১৪২ রান করেছিলেন সাকিব। সর্বোচ্চ ৫৫। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বাধিক ৮ উইকেট নিয়েছিলেন। ইকোনমি ছিল ৪.৮১।
২০১৫ বিশ্বকাপ
২০১৫ বিশ্বকাপে ৬ ম্যাচে ৩৯.২০ গড়, ৯৩.৭৭ স্ট্রাইকরেটে ১৯৬ রান করেছিলেন সাকিব। সর্বোচ্চ ছিল ৬৩ রান। বল হাতে ৫.১৬ ইকোনমিতে ৮ উইকেট নিয়েছিলেন।
২০১৯ বিশ্বকাপ
নিজের চতুর্থ বিশ্বকাপ রাঙিয়ে দিয়েছেন সাকিব। টুর্নামেন্টের তৃতীয় সর্বাধিক রান করা ব্যাটসম্যান ছিলেন তিনি। ৮ ম্যাচে ৮৬.৫৭ গড় ও ৯৬.০৩ স্ট্রাইকরেটে ৬০৬ রান করেছিলেন। সর্বোচ্চ ১২৪*। শতক ছিল দুটি। এ ছাড়া বল হাতে ৫.৩৯ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছিলেন।
২০২৩ বিশ্বকাপ
চলতি বিশ্বকাপে ৭ ম্যাচে ২৬.৫৭ গড় ও ৮২.৩০ স্ট্রাইকরেটে ১৮৬ রান করেছেন সাকিব। সর্বোচ্চ ৮২। বল হাতে ৭ ইনিংসে ৫.২৬ ইকোনমিতে নিয়েছেন ৯ উইকেট।
বিশ্বকাপে পারফরম্যান্স
ব্যাটিং
ম্যাচ ইনিংস রান সর্বোচ্চ গড় স্ট্রাইকরেট
৩৬ ৩৬ ১৩৩২ ১২৪* ৪১.৬২ ৮২.২৭
বোলিং
ম্যাচ বল উইকেট রান সেরা ইকোনমি
৩৬ ১৮০৮ ৪৩ ১৫৫১ ৫/২৯ ৫.১৪
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।