• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


হারিয়ে যাচ্ছে নব্বই দশকের জনপ্রিয় গেম ‘মোস্তফা’

রায়হান রাজীব | প্রকাশিত: ৭ মে ২০২৪, ১৪:৫০

ছবি: সংগৃহীত

মনে আছে সেই ছোট বেলার কথা। পাড়ায় কিংবা গলির মোড়ে গেমসের দোকানে ভীড় করে দাঁড়িয়ে থাকার কথা। ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থেকে হয় অন্যের গেম খেলা দেখা। কখনও নিজেই গেম খেলায় হারিয়ে যাওয়া। সে এক অন্যরকম অনুভুতি, বলে বুঝানো যাবে না।

গেমটির নাম শুনলে অনেকেই নস্টালজিক হয়ে গড়েন। স্মৃতি হাতরাতে অনেকেই নেটে অনুসন্ধান শুরু করেন। হারিয়ে যান সেই দুরন্ত শৈশবে।  

এতক্ষণ যা ইন্ট্রো দিলাম, বলতে পারেন দর্শক সেই গেমটির নাম কী হতে পারে। অনেকেই ধরে ফেলেছেন, নব্বই দশকের শিশু-কিশোরদের কাছে মোস্তফা নামে তুমুল জনপ্রিয় হয় একটি গেম। যার আসল নাম ক্যাডিলাকস্ অ্যান্ড ডাইনোসরস।

অনেকের গেমিং জগতে হাতেখড়ি হয় এই ভিডিও গেমের মাধ্যমে। ছোট বেলা গেমের দোকানে মোস্তফা গেম খেলেননি এমন লোক খুবই কম। অন্যান্য আর্কেড গেমের মতো এটিও গেমের দোকানে গিয়ে কয়েন দিয়ে খেলতে হয়। এ গেমের সবকটি চরিত্রই মনে রাখার মতো।

এই গেমের জন্য কত কি না হয়ে গেছে, স্কুল পালানো থেকে শুরু করে বাপের হাতের মার। তারপরও মাথা থেকে গেমের ভুত নামতো না। তাইতো কংক্রীটের শহরে এখনও মেতে ওঠেন দলছুটেরা।

শৈশবের আবেগ ও কল্পনায় এখনও মিশে আছে এ ভিডিও গেমস।  রাজধানীতে কয়েকটি ভিডিও গেম এর দোকানও চালু আছে। তবে ভার্চ্যুয়াল দুনিয়ার আধিপত্যে ভবিষ্যতে হয়তো এই গেমের দোকান আর খুঁজে পাওয়া যাবে না।

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top