৩২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন এমবাপ্পে
রাজীব রায়হান | প্রকাশিত: ১২ মে ২০২৫, ২০:১৩

মৌসুমের শুরুটা ছিল একবারে মলিন। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে রিয়ালের জার্সিতে নিজেকে মানিয়ে নিয়েছেন এমবাপ্পে। মৌসুম যদিও এখনো শেষ হয়নি। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৩৮ গোল করেছেন তিনি। রিয়ালের হয়ে প্রথম মৌসুমে এর চেয়ে বেশি গোল করতে পারেননি আর কোনো ফুটবলার। ১৯৯২-৯৩ মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে ৩৭ গোল করেন ইভান জামোরানো।
এল ক্লাসিকোর মঞ্চে হ্যাটট্রিক করেও রিয়াল মাদ্রিদকে জেতাতে পারেননি। তবে কিলিয়ান এমবাপ্পে নিজের পারফরম্যান্সে ইতিহাস গড়ে ফেলেছেন। বার্সেলোনার বিপক্ষে এই হ্যাটট্রিক তাকে পৌঁছে দিয়েছে রিয়ালের অভিষেক মৌসুমে সর্বোচ্চ গোলদাতার আসনে।
রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের প্রথম মৌসুমেই কিলিয়ান এমবাপ্পে করেছেন ৩৯টি গোল, যা ভেঙে দিয়েছে ইভান সামোরানোর ৩৭ গোলের দীর্ঘ ৩২ বছরের রেকর্ড। এমনকি ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো-ও এই রেকর্ড ছুঁতে পারেননি। এমবাপ্পের এখনো তিনটি ম্যাচ বাকি, অর্থাৎ তিনি আরো গোল করে নিজের রেকর্ড আরো উচুতে নেওয়ার সুযোগ পাবেন।
এল ক্লাসিকোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে রিয়ালের একমাত্র গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের মাত্র পাঁচ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন। এরপর বার্সেলোনার হাই ডিফেন্সের দুর্বলতা কাজে লাগিয়ে আরো দুটি গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন।
তবেএই হ্যাটট্রিক জয় এনে দিতে পারেনি রিয়ালকে। আর এতেই এল ক্লাসিকোর ইতিহাসে প্রথমবারের মতো একজন খেলোয়াড় হ্যাটট্রিক করেও হারল। এমবাপ্পের এই পারফরম্যান্স তাকে পৌঁছে দিয়েছে আরেকটি মাইলফলকে।
এই মৌসুমে লা লিগায় তার গোল সংখ্যা এখন ২৭, যা তাকে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে তুলেছে। বার্সেলোনার রবার্ট লেভানদোস্কির চেয়ে তিনি এখন দুই গোল এগিয়ে আছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।