মেসির জোড়া গোল-রেকর্ড অ্যাসিস্ট, সেমিফাইনালে মায়ামি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৫, ১৩:২১
আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসির ঝলকে মেজর লিগ সকার বা এমএলএস-এর প্লে-অফের ইতিহাসে প্রথমবারের মতো কনফারেন্স সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ইন্টার মায়ামি!
নাশভিলের বিপক্ষে 'বেস্ট অব থ্রি সিরিজের' নির্ধারক তৃতীয় ম্যাচে মায়ামি ৪-০ গোলে জয় লাভ করে। এদিন ১০ এবং ৩৯ মিনিটে গোল করে প্রথমার্ধেই দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বিশ্বসেরা তারকা মেসি।
দ্বিতীয়ার্ধে আলেন্দে আরও দুটি গোল করেন, যার মধ্যে শেষ গোলটিতে অ্যাসিস্ট করে মেসি বিশ্ব ফুটবলে এক অনন্য রেকর্ড গড়েন। এটি ছিল তাঁর পেশাদার ক্যারিয়ারের ৪০০তম অ্যাসিস্ট!
শেষ পর্যন্ত ৪-০ গোলে নাশভিলকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে দেয় মায়ামি। গত মৌসুমে প্লে-অফের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়েছিল দলটি।
ইতিহাস গড়ার পর সেমিফাইনালে ইন্টার মায়ামি এবার মুখোমুখি হবে এফসি সিনসিনাটির।

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।