বৃহঃস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

বাংলাদেশের জন্য ইতিহাস:

কম্পাউন্ড মিক্সড টিমে রৌপ্য জিতলো হিমু-বন্যা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ১৩:৪০

ছবি: সংগৃহীত

২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্টে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। হিমু বাছার ও বন্যা আক্তার দেশের জন্য ইতিহাস সৃষ্টি করেছেন।

আজ বৃহস্পতিবার রাজধানীর আর্মি স্টেডিয়ামে ফাইনালে ভারতের দ্বীপশিখা-অভিষেক ভার্মা জুটির সঙ্গে বাংলাদেশি জুটি হিমু-বন্যা মুখোমুখি হয়। বাংলাদেশ ১৫১ পয়েন্ট সংগ্রহ করে, ভারতের ১৫৩ পয়েন্টের কাছে হেরে যায়।

প্রথম সেটে বাংলাদেশ ৪ পয়েন্টে পিছিয়ে থাকলেও দ্বিতীয় সেটে ৩৯-৩৮ ব্যবধানে জয় পায়। পরের সেটেও একই ব্যবধানে ভারতকে টেক্কা দেয় বাংলাদেশ। তবে চতুর্থ সেটে দুই দলই সমান ৩৮ পয়েন্ট তুলায়, যা ভারতের জয় নিশ্চিত করে।

এশিয়ান আর্চারির ইতিহাসে কম্পাউন্ড ইভেন্টে এটি বাংলাদেশের প্রথম পদক। রিকার্ভ ও কম্পাউন্ড মিলিয়ে এবার দুইটি রৌপ্য পদক জয় করেছে বাংলাদেশ।

অন্যদিকে, কম্পাউন্ড নারী একক ইভেন্টে বাংলাদেশের আশা জিইয়ে রেখেছেন কুলসুম আক্তার মনি। আজ দুপুরে সেমিফাইনালে তার প্রতিপক্ষ ভারতের প্রীতিকা প্রদীপ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top