শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৪:১৪

সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। দেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১৯ নভেম্বর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নামবেন শততম টেস্টে, এবং প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে টেস্ট অভিষেকের দিন থেকে ২০ বছরের বেশি সময় ধরে মুশফিক বাংলাদেশের টেস্ট ক্রিকেটের প্রাণ। দেশের ৪১তম ক্রিকেটার হিসেবে অভিষেকের টেস্টে তাকে ক্যাপ পরিয়ে দিয়েছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। সেই দিন থেকে আজ পর্যন্ত ‘সকল উত্থান পতনের সঙ্গী’ হিসেবে ব্যাট করেছেন মুশফিক, যা তিনি নিজের পোস্টে ব্যাখ্যা করেছিলেন।

টেস্ট ক্যাপ শুধুমাত্র একটি পোশাক নয়, এটি একটি লিগ্যাসি। সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং একবার তার প্রিয় ব্যাগি গ্রিন ক্যাপ হারানোর গল্প মনে করিয়ে দেন, আর লঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা বলেছিলেন, “পুরোনো ক্যাপের ইতিহাস নতুন ক্যাপ দিয়ে কেনা যায় না।” ভারতের ব্যাটিং মহারথী রাহুল দ্রাবিড়ও মনে করিয়েছিলেন, “এই ক্যাপের প্রতিটি দাগ, প্রতিটি ঘাম আমার সংগ্রামের স্মৃতি।”

মুশফিকের টেস্ট ক্যারিয়ার অপ্রতিরোধ্য। বাংলাদেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরির মালিক, সর্বাধিক তিনবার ডাবলস করেছেন। ৯৯ টেস্টে ১২ সেঞ্চুরি এবং ২৭ ফিফটির সঙ্গে তিনি দেশের হয়ে সর্বাধিক ৬,৩৫১ রান করেছেন। এছাড়াও দেশের হয়ে পাঁচ হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন একমাত্র মুশফিকই।

১৯ নভেম্বর মিরপুরে মুশফিকুর রহিমের নাম লেখা হবে ইতিহাসের পাতায়, এবং ক্যাপের বিবর্ণ রঙ পাবে নতুন রঙ। ক্রিকেটপ্রেমীদের জন্য এটি হবে আনন্দের, গর্বের এবং অনুপ্রেরণার এক মুহূর্ত।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top