রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

অনিয়মের প্রমাণ না পেয়ে যা জানাল বিসিবি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৩:০৯

সংগৃহীত

নারী জাতীয় দলের অভিজ্ঞ পেসার জাহানারা আলমের যৌন নিপীড়নের অভিযোগকে কেন্দ্র করে দেশের ক্রিকেটাঙ্গনে যে তোলপাড় সৃষ্টি হয়েছে, তার মধ্যেই উঠে এসেছিল নারী অনূর্ধ্ব-১৯ দল নির্বাচনে অনিয়মের অভিযোগ। এসব অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে তদন্ত শেষে অনিয়মের কোনো প্রমাণ পায়নি ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থাটি।

শনিবার (১৫ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, অনূর্ধ্ব-১৯ নারী দল নির্বাচনে অনিয়মের অভিযোগের ব্যাপারে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) তাদের কাছে চিঠি পাঠিয়েছিল। তবে সে সময় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় বিসিবি বিষয়টির জবাব দিতে পারেনি। নতুন বোর্ড দায়িত্ব নেওয়ার পর অভিযোগ পর্যালোচনা করে বিসিবি নিশ্চিত করে যে দল নির্বাচনে কোনো অনিয়ম হয়নি।

বিবৃতিতে আরও জানানো হয়, বিষয়টি তদন্ত করতে সংশ্লিষ্ট সব ডকুমেন্ট যাচাই করা হয়েছে। কিন্তু কোথাও অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে, রিয়া আক্তার শিখার এনএসসিতে দেওয়া অভিযোগসহ জাহানারা আলমের সাক্ষাৎকারে উত্থাপিত অভিযোগগুলো যাচাই করতে গঠিত পাঁচ সদস্যের অনুসন্ধান কমিটির সামনে এগুলো উপস্থাপনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিসিবি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top