রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

অধরা জয় পেল ব্রাজিল: সেনেগালকে ২-০ গোলে হারালো সেলেসাওরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:০৪

সংগৃহীত

সেনেগালের বিপক্ষে অবশেষে জয়ের গেরো খুলল রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আগের দুইবারের দেখায় জয় না পেলেও, তৃতীয় প্রচেষ্টায় এসে আফ্রিকার দলটিকে ২-০ গোলে হারাল কার্লো আনচেলত্তির দল।

শনিবার রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচটি ছিল গত মাসে জাপানের কাছে ৩-২ গোলে হারা ব্রাজিলের জন্য স্বস্তি ফেরানোর জয়।

এদিন ব্রাজিল উড়ন্ত শুরু করলেও, দুর্ভাগ্যজনকভাবে দুবার পোস্টে বল লাগান কুনিয়া। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৮তম মিনিটে কাসেমিরোর পাস থেকে বল পেয়ে জোরালো শটে জাল কাঁপান তরুণ উইঙ্গার এস্তেভাও।

এর মাত্র সাত মিনিট পর রদ্রিগোর ফ্রি-কিক থেকে বল পেয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক কাসেমিরো। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় সেলেসাওরা।

দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণের ধার কিছুটা কমালেও, জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে। তবে ম্যাচের ৬৪তম মিনিটে ডিফেন্ডার গাব্রিয়েলের চোট ব্রাজিল শিবিরে কিছুটা অস্বস্তি হয়ে থাকল। চলতি বছরের শেষ প্রীতি ম্যাচে আগামী মঙ্গলবার তিউনিসিয়ার মুখোমুখি হবে আনচেলত্তির দল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top