২২ বছর পর ভারতকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ!
বাংলাদেশের কাছে হার: 'বিব্রতকর' বলছে ভারতীয় মিডিয়া
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১২:৪৯
শেষ হলো ২২ বছরের দীর্ঘ অপেক্ষা! ভারতের বিপক্ষে ফুটবলে কাঙ্ক্ষিত জয় পেল বাংলাদেশ! মঙ্গলবার রাতে জাতীয় স্টেডিয়ামে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে শক্তিশালী ভারতকে ১-০ গোলে পরাজিত করেছে লাল-সবুজের দল!
ম্যাচের নায়ক তরুণ শেখ মোরসালিন। ম্যাচের মাত্র ১১ মিনিটে রাকিব হোসেনের নিখুঁত পাসে বল জালে জড়িয়ে দেশকে এগিয়ে দেন তিনি। জাতীয় দলের জার্সিতে তাঁর সপ্তম গোলটিই হয়ে ওঠে ইতিহাসের নির্ণায়ক মুহূর্ত!
তবে শুধু গোল নয়, পুরো ম্যাচে জয়ের মূল কারিগর ছিল জমাট রক্ষণ। বিশেষ করে ডিফেন্ডার হামজা চৌধুরী ছিলেন রক্ষণের দেয়াল। তিনি একের পর এক ভারতীয় আক্রমণ রুখে দিয়ে দলকে রক্ষা করেন এবং ১-০ গোলের লিড ধরে রাখতে সাহায্য করেন।
এই পরাজয়কে 'লজ্জাজনক' ও 'বিব্রতকর' বলে আখ্যা দিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম, যা প্রমাণ করে বাংলাদেশের এই জয় কতটা বড়! ২০০৩ সালের পর এটাই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়, যা নিঃসন্দেহে আমাদের ফুটবলের জন্য এক নতুন আত্মবিশ্বাস। এশিয়ান কাপ বাছাইয়ে প্রথম জয় পেল বাংলাদেশ, ফুটবলে ফিরল নতুন উদ্দীপনা!

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।