ভারত জয়ে উচ্ছ্বসিত তারেক রহমান, ফুটবলারদের প্রশংসা!
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫, ১৪:০০
দীর্ঘ ২২ বছরের অপেক্ষার পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। আর এই কাঙ্ক্ষিত জয়ের পর প্রশংসায় ভাসছেন জাতীয় দলের ফুটবলাররা। উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও।
মঙ্গলবার রাতে ম্যাচ শেষে নিজের ফেসবুক পেজে এই ঐতিহাসিক জয়ের প্রশংসা করেন তারেক রহমান। তিনি লেখেন, এই জয় আমাদের মনে করিয়ে দেয়— শৃঙ্খলা, ঐক্য এবং আত্মবিশ্বাস থাকলে আমরা কী অর্জন করতে পারি।
তারেক রহমান বিশেষভাবে উল্লেখ করেন মোরসালিনের করা শুরুর গোল এবং দলের অদম্য উদ্দীপনার কথা। তাঁর মতে, এই জয় কোটি মানুষের হৃদয়ে নতুন আশা জাগিয়েছে।
তিনি আরও বলেন, আমাদের ফুটবলাররা এখন যুব সমাজের অনুপ্রেরণা এবং আমাদের ক্রীড়া সংস্কৃতির দূত। তারেক রহমান প্রত্যাশা করেন, বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এমন এক উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে, যেখানে আমাদের পতাকা আরও উঁচুতে উড়বে।
এদিকে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বাংলাদেশ দল ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছেন। এই জয় রাজনৈতিক ভেদাভেদ ভুলে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।