বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার নিরাপত্তা প্রটোকল: এভারকেয়ারের কাছে হেলিকপ্টার মহড়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

সংগৃহীত

বিশেষ নিরাপত্তা বাহিনী বা এসএসএফ-এর প্রটোকল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালের কাছে জরুরি পরীক্ষামূলক মহড়া অনুষ্ঠিত হবে। সরকার সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 'অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি' বা ভিআইপি ঘোষণা করার পর এই বিশেষ নিরাপত্তা প্রটোকল শুরু হয়েছে।

এই নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবেই আগামীকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টার মধ্যে এভারকেয়ার হাসপাতালের নিকটবর্তী দুটি মাঠে সামরিক হেলিকপ্টার পরীক্ষামূলকভাবে অবতরণ ও উড্ডয়ন করবে।

বাংলাদেশ সেনাবাহিনী ও বিমানবাহিনী এই উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করবে। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কর্তৃপক্ষ এই পরীক্ষামূলক মহড়াকে কেন্দ্র করে জনগণের মধ্যে কোনো ধরনের অপপ্রচার বা বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে। এটি নিছকই নিরাপত্তা প্রটোকলের একটি অংশ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top