শ্রীলঙ্কা ক্রিকেট ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ তহবিলে
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৪৮
শ্রীলঙ্কার সাইক্লোন দিতওয়া’র তাণ্ডবে বিপর্যস্ত দেশকে পুনর্গঠনে সাহায্য করার লক্ষ্যে সরকার ঘোষিত ‘রিবিল্ডিং শ্রীলঙ্কা’ তহবিলে ৩০ কোটি রুপি অনুদান দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।
এসএলসি সভাপতি শাম্মি সিলভা ও নির্বাহী কমিটির নির্দেশনায় নেওয়া এই সিদ্ধান্তের মাধ্যমে বোর্ড জানিয়েছে, এটি দেশের প্রতি তাদের দায়িত্ব ও অঙ্গীকারেরই প্রকাশ। জাতীয়ভাবে মূল্যবান একটি খেলাধুলার অভিভাবক সংস্থা হিসেবে দেশের কল্যাণে অবদান রাখা তাদের কর্তব্য।
এক বিবৃতিতে এসএলসি আরও জানায়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি ত্রাণ পৌঁছে দেওয়া এবং বিধ্বস্ত অঞ্চলে জরুরি জনসেবামূলক কাঠামো পুনরুদ্ধারে সরকারের উদ্যোগকে সহায়তা করাই তাদের এই অবদানের মূল উদ্দেশ্য।
শ্রীলঙ্কা ক্রিকেট আরও জানিয়েছে, যে কোনো দুর্যোগ, পুনর্গঠন বা জাতীয় প্রয়োজনে দেশের পাশে থাকার প্রতিশ্রুতিও তারা পুনর্ব্যক্ত করেছে। বোর্ডের ভাষ্য অনুযায়ী, শ্রীলঙ্কার পুনর্জাগরণ ও উন্নয়ন অভিযাত্রায় তারা সব সময় প্রস্তুত।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।