শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

২০২৬ বিশ্বকাপ

আর্জেন্টিনার ‘সহজ’ গ্রুপটি কি সত্যিই সহজ? অপ্টার পরিসংখ্যান বলছে উল্টো কথা

Mithu Murad | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:১০

লিওনেল মেসি | ছবি: সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা ধরে রাখার মিশনে নামবে জে গ্রুপে। এই গ্রুপে আর্জেন্টিনার সঙ্গে আছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান। অনেক ফুটবল বিশ্লেষক এটিকে তুলনামূলকভাবে ‘সহজ’ গ্রুপ হিসেবে আখ্যা দিয়েছেন।

তবে ফুটবলের পরিসংখ্যান বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট অপ্টা বলছে, জে গ্রুপ এই টুর্নামেন্টের সবচেয়ে শক্তিশালী গ্রুপ হতে চলেছে। অপ্টার পাওয়ার র‍্যাঙ্কিং অনুযায়ী এই গ্রুপের চার দলের গড় রেটিং ৭৭.১, যা ১২টি গ্রুপের মধ্যে সর্বোচ্চ।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপের অন্যতম প্রধান শক্তি। লিওনেল স্কালোনির নেতৃত্বাধীন আর্জেন্টিনার রেটিং ৯৭.৮, যা অপ্টার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে।

গ্রুপের অন্য দলগুলোর রেটিং হলো:

  • অস্ট্রিয়া: ৭৫.৩

  • আলজেরিয়া: ৭২.২

  • জর্ডান: ৬৩.১

চার দলের গড় র‍্যাঙ্কিং দাঁড়িয়েছে ২৯.৩, যা দেখায় গ্রুপ জে হতে পারে সত্যিকারের ‘গ্রুপ অব ডেথ’।

কাগজে কলমে এই পরিসংখ্যান থাকলেও, আর্জেন্টিনাই জে গ্রুপের ফেভারিট। লিওনেল মেসির দল এই গ্রুপ থেকে সেরা হিসেবে শেষ ৩২-এ যাওয়ার প্রত্যয়ে মাঠে নামবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top