ব্রাজিলের গ্রুপ নিশ্চিত: মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে বিশ্বকাপ অভিযান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫১
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের গ্রুপ নিশ্চিত হয়েছে। ৫ ডিসেম্বর অনুষ্ঠিত অফিসিয়াল ড্র অনুযায়ী, ব্রাজিল গ্রুপ সি-তে মরক্কো, স্কটল্যান্ড ও হাইতির সঙ্গে খেলবে।
ব্রাজিল একমাত্র দল যারা ১৯৩০ সাল থেকে প্রতিটি বিশ্বকাপে খেলছে। তবে ২০২৬-এর কনমেবল বাছাই পর্বে তারা ৮ জয়, ৪ ড্র ও ৬ হারে পঞ্চম স্থানে শেষ করেছিল। তাদের গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ধরা হচ্ছে মরক্কোকে। ২০২২ সালের বিশ্বকাপে সেমিফাইনালে খেলা মরক্কো সব ম্যাচ জিতে বাছাইয়ে শীর্ষে ছিল। শারীরিক শক্তি ও দৃঢ় রক্ষণভাগ ব্রাজিলের আক্রমণকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে।
২৮ বছর পর স্কটল্যান্ড বিশ্বকাপে ফিরে এসেছে। প্লে-অফ জিতে তারা স্থান পেয়েছে এবং অভিজ্ঞ রক্ষণাত্মক দলে যে কোনো ম্যাচে চমক দেখাতে সক্ষম। হাইতি গ্রুপটি পূর্ণ করেছে। কোস্টারিকা ও হন্ডুরাসকে পেছনে ফেলে তারা বাছাইয়ে শীর্ষে ছিল। দ্রুত আক্রমণ এবং দৌড়ের গতি তাদের শক্তি। মাত্র দ্বিতীয়বার বিশ্বকাপে উঠে হাইতি প্রতিপক্ষকে চাপে ফেলার সক্ষমতা রাখে।
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল এখন স্থিতিশীলতার পথে। মে ২০২৫-এ দায়িত্ব নেওয়া আনচেলত্তির খাতায় আট ম্যাচে চার জয়, দুই ড্র ও দুই হার রয়েছে।
বিশ্বকাপ জেতার আশা আরও বাড়াচ্ছে একটি তথ্য: শেষ দুই বিশ্বকাপ জিতেছে ফ্রান্স ও আর্জেন্টিনা—উভয়ই সি গ্রুপ-ের দলের মধ্যে ছিল। ২০০২ সালে ব্রাজিলের সর্বশেষ বিশ্বজয়ও হয়েছিল সি গ্রুপে। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যও এবার ব্রাজিলের পাশে থাকতে পারে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।