শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

ফিফা শান্তি পুরস্কার জিতলেন ডোনাল্ড ট্রাম্প; ছুঁলেন না ট্রফি!

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৪:২১

সংগৃহীত

নোবেল শান্তি পুরস্কার না পেলেও, এবার ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানের আগেই ফিফা শান্তি পুরস্কার পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে চালু হওয়া এই পুরস্কার তাদের জন্য, যারা 'শান্তির জন্য অসাধারণ পদক্ষেপ' নিয়েছেন।

ফিফা জানিয়েছে, আব্রাহাম অ্যাকর্ড, কসভো-সার্বিয়া, এমনকি রাশিয়া-ইউক্রেন শান্তি প্রতিষ্ঠার চেষ্টার জন্যও ট্রাম্পকে এই স্বীকৃতি দেওয়া হলো। ইনফান্তিনো মনে করেন, ট্রাম্প নোবেল শান্তি পুরস্কার পাওয়ার মতো কাজ করেছেন।

ট্রাম্প এই সম্মানকে ‘জীবনের অন্যতম সেরা সম্মান’ হিসেবে অভিহিত করেছেন। তবে, নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্পের 'যুদ্ধ শেষ করার' দাবি নিয়ে বিতর্ক রয়েছে। ফিফা এই পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।

পুরস্কার জয়ের পরও ট্রাম্প স্বর্ণের ট্রফিটি ছুঁয়েও দেখেননি, কেবল পদক পরে বক্তৃতা শেষ করে চলে যান। ট্রাম্প মঞ্চে দাবি করেন, তিনি কোটি কোটি মানুষের জীবন রক্ষা করেছেন এবং যুদ্ধ শুরুর আগেই থামাতে পেরেছেন।

২০২৬ বিশ্বকাপ আয়োজন প্রসঙ্গে টিকিট বিক্রির রেকর্ডের কথা উল্লেখ করে ট্রাম্প মজা করে বলেন, আমেরিকান ফুটবল ও সকারের নামের দ্বন্দ্ব দূর করতে 'এনএফএলের নাম পরিবর্তন করা দরকার'। এই বিতর্কিত পুরস্কারের পর ট্রাম্প পরবর্তীতে মেক্সিকোর প্রেসিডেন্ট ও কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে মঞ্চে সেলফির জন্য পোজ দেন।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top