রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

মেসির জাদুতে ইতিহাস

প্রথমবারের মতো এমএলএস কাপ জয় ইন্টার মায়ামির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫৮

ছবি: সংগৃহীত

ইন্টার মায়ামি তারকা ফুটবলার লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স এবং জোড়া অ্যাসিস্টে ভর করে ইতিহাস সৃষ্টি করেছে। ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে প্রথমবারের মতো ‘মেজর লিগ সকার’ (MLS) কাপ জয় করল তারা। গোলাপি জার্সির সমর্থকদের আনন্দ উল্লাসে চেজ স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। খেলার মাত্র ৮ মিনিটে তাদেও আলেন্দের আক্রমণ ঠেকাতে গিয়ে ভ্যাঙ্কুভারের এডিয়ার ওকাম্পো আত্মঘাতী গোল করে দেন। ফলে শুরুতেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিক ইন্টার মায়ামি।

প্রথমার্ধের শেষ দিকে ভ্যাঙ্কুভার খেলার নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার চেষ্টা চালায়। ৩৮ মিনিটে ইমানুয়েল সাব্বির কাছ থেকে নেওয়া নিশ্চিত গোল রোকো রিওস থামিয়ে দেন। এরপর টমাস মুলারের হেডও জালের ওপর দিয়ে চলে যায়, ফলে সফরকারীরা সমতায় ফেরার সুযোগ হারায়।

বিরতির পর ৬০ মিনিটে আলী আহমেদের শট গোলরক্ষক রিওসের হাতের নিচ দিয়ে জালে গিয়ে ভ্যাঙ্কুভারকে ১-১ সমতায় ফেরায়। তবে সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭১ মিনিটে লিওনেল মেসির নিখুঁত পাস থেকে রদ্রিগো দি পল গোল করে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

ম্যাচের শেষ মুহূর্তে ভ্যাঙ্কুভার সমতা ফেরানোর চেষ্টা করলেও উল্টো আক্রমণে আবারও গোল হজম করে। শেষ পর্যন্ত মেসি বুক দিয়ে বল নামিয়ে ফ্লিক পাস করেন আলেন্দেকে, যিনি গোলরক্ষক ইয়োহেই তাকাওকার পায়ের ফাঁক দিয়ে গোল করেন।

এই জয়ের মাধ্যমে ইন্টার মায়ামি প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের শীর্ষ ফুটবল লিগের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম খোদাই করল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top