মিয়ানমারে জাতীয় নির্বাচন রোববার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৫:২১

ইন্টারন্যাশনাল ডেস্ক:

মিয়ানমার দীর্ঘ ৫০ বছরের সামরিক শাসন শেষে ২০১০ সালে গণতন্ত্রের পথে নেত্রী অং সান সু চি এর হাত ধরে যাত্রা শুরু করে। এরই ধারাবাহিকতায় রোববার (৮ নভেম্বর) দেশটিতে আবারো অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন।

এবার ক্ষমতায় বসবেন কে ? অং সান সু চি নাকি অন্য কেউ, বিষয়টা নিয়ে আলোচনা সমালোচনার ঝড় চলছে আন্তর্জাতিক মহলে।

দেশটিতে আসছে নির্বাচনে মোট ভোটার সংখ্যা প্রায় ৩ কোটি ৭০ লাখ। যার ভেতর কমপক্ষে ৫০ লাখ তরুণ ভোটার রয়েছে। অং সান সু চি এর ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সরকার কিছুদিন আগে ছাত্র আন্দোলন রুখতে কঠোর ব্যবস্থা ও শক্তি প্রয়োগ করেছিল। যে কারণে দেশটির ছাত্র সংগঠন ‘ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি’ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম গুলো।

এর আগে ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্মম অত্যাচারের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় ১১ লাখ মুসলিম রোহিঙ্গা। যারা আন্তর্জাতিক চাপ প্রয়োগের পরও তাদের নিজ দেশে ফিরে যেতে পারেনি।

শান্তিতে নোবেল বিজয়ী সুচি ২০১৫ সালের প্রথম অবাধ নির্বাচনে বড় বিজয় পাওয়ার পর থেকেই আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে লড়াই করে চলেছে। কোন কোন গণমাধ্যমের অভিযোগ সুচি মিয়ানমারের রোহিঙ্গা হত্যার যৌক্তিকতা প্রমাণ করার চেষ্টাও করছেন।

এনএফ৭১/আরওয়াই/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top