যুক্তরাষ্ট্রে ভোট গণনায় সময় বেশি লাগার কারণ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০, ১৭:১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ফলাফল প্রকাশে দীর্ঘসময় লাগাতে নানা প্রশ্ন উঠেছে সকলের মনে। মূলত বেশ কিছু বড় বড় অঙ্গরাজ্যে ডাকযোগে আসা ভোট গণনা জটিলতার কারণেই ফলাফল পেতে দেরি হচ্ছে। দেরি হওয়ার মূল কারণ জর্জিয়া, নেভাদা ও পেনসিলভানিয়াতে ডাকযোগে আসা ভোট গুলোর গণনা নির্বাচন শেষ হবার পর থেকে শুরু করা হয়েছে।

স্থানীয় সংবাদ মাধ্যম গুলো নির্বাচনে দেরি প্রসঙ্গে জানিয়েছে, পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে গত বছর অক্টোবর মাসে নতুন একটি নির্বাচন আইন পাস করা হয়। যেখানে বলা হয় নির্বাচনের দিন শেষ না হলে ডাকে পাওয়া ভোট গুলো গণনা করা যাবেনা।

রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ কংগ্রেসের এই আইনের কারণে ভোটের দিন মঙ্গলবার ( ৩ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত পেনসিলভানিয়ার ডাকযোগে আসা ভোট গুলো গণনা কাজ শুরু করা যায়নি।

তবে এই আইন সব রাজ্য গুলোর জন্য এক নয় যেমন ফ্লোরিডার আইনে বলা আছে ডাকযোগে আসা ভোট গুলো মূল নির্বাচনের ২১ দিন পূর্বে থেকেই গণনা করা যেতে পারে।

যে কারণে ফ্লোরিডার ভোটার সংখ্যা পেনসিলভানিয়ার থেকে বেশি হলেও নির্বাচনের রাতেই ফ্লোরিডার ভোট গণনা শেষ করে ফলাফল ঘোষণা করা হয়।

এনএফ৭১/আরওয়াই/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top