বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১

ভারতে যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দিলেন ট্রাম্প

Nasir Uddin | প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১৬:৪৩

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্র ভারতকে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রি করতে যাচ্ছে। যার মধ্যে অত্যাধুনিক এফ-৩৫ স্টেলথ ফাইটার জেটও রয়েছে। বৃহস্পতিবার সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে হোয়াইট হাউসে বেঠক করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে তারা যৌথ সংবাদ সম্মেলন করেন।

ট্রাম্প-মোদী এই বৈঠকে বাণিজ্য, অভিবাসন এবং নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তবে নিরাপত্তা বিষয়টি আলোচনার শীর্ষে ছিল। এসময় ট্রাম্প বলেন আমরা ভারতকে এফ-৩৫ স্টেলথ ফাইটার সরবরাহ করার পথ তৈরি করছি।

ট্রাম্প আরও বলেন, একটি বাণিজ্য চুক্তির মাধ্যমে ভারত যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি তেল ও গ্যাস আমদানি করবে। এটি যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্য ঘাটতি কমাতে সাহায্য করবে।

এদিকে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রি জানিয়েছেন এফ-৩৫ স্টেলথ ফাইটার চুক্তির প্রস্তাবটি এখনও আলোচনার প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়নি।

এ বিষয়ে হোয়াইট হাউস এবং এফ-৩৫ প্রস্তুতকারক সংস্থা লকহিড মার্টিন এখনও কোনো মন্তব্য করেনি।

এফ-৩৫ এর মতো মার্কিন সামরিক সরঞ্জাম বিক্রিকে সরকার-থেকে-সরকার চুক্তি হিসেবে ধরা হয়, যেখানে পেন্টাগন একটি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। ২০০৮ সাল থেকে ভারত ২০ বিলিয়ন ডলারের বেশি মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম কেনার চুক্তি করেছে বা সরবরাহ নিয়েছে।

এই চুক্তি দুটি দেশের মধ্যে কৌশলগত সম্পর্ককে আরও শক্তিশালী করতে পারে এবং ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।

কিন্তু কী এই F-35? কেন এটি বিশ্বের অত্যাধুনিক যুদ্ধবিমানের তকমা পেয়েছে?

F-35 Lightning II হল বিশ্বের একমাত্র আন্তর্জাতিক পঞ্চম প্রজন্মের মাল্টিরোল যুদ্ধ বিমান। ইন্টিগ্রেটেড সেন্সর প্যাকেজ এবং উন্নত অস্ত্র সহ অত্যন্ত চালচলনযোগ্য এবং গোপনীয় বৈশিষ্ট্যগুলি F-35 কে অন্য সমস্ত যুদ্ধবিমানগুলির তুলনায় আলাদা করেছে।

এফ-৩৫ যুদ্ধবিমানগুলোকে বিশ্বের সবচেয়ে আধুনিক ও উন্নত মানের ফাইটার জেটগুলোর অন্যতম বলে গণ্য করা হয়।

লকহিড মার্টিনের নির্মিত এই ফাইটার জেটগুলোর এক একটার দাম পড়ে প্রায় ৮ কোটি মার্কিন ডলার করে।

এফ-৩৫ আসলে এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান, যাকে ‘ফিফথ জেনারেশন’ এয়ারক্র্যাফট বলে ডাকা হয়।

এর কমব্যাট সিস্টেমেও নতুন নতুন বৈশিষ্ট্য ও ক্ষমতা প্রতিনিয়ত যোগ করা সম্ভব।

২০১৮তে ইসরায়েল প্রথম ঘোষণা করেছিল যে তারা এফ-৩৫কে ‘কমব্যাট মিশনে’ বা যুদ্ধে ব্যবহার করেছে।

সারা বিশ্বে এই শ্রেণীর যুদ্ধবিমানের মধ্যে এফ-৩৫ আকারে যেমন সবচেয়ে বড়, তেমনি এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ওয়েপেন্স প্রোগ্রামও বটে।

মার্কিন এয়ারফোর্স ও নেভি তো বটেই, এছাড়াও আরও অন্তত ১০-১২টি দেশ তাদের বাহিনীতে এফ-৩৫কে যুক্ত করেছে।

এর মধ্যে রয়েছে ব্রিটেন, ইতালি, নেদারল্যান্ডস, তুরস্ক, নরওয়ে, ডেনমার্ক, অস্ট্রেলিয়া, ইসরায়েল, জাপান ও দক্ষিণ কোরিয়া। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে ভারতও।

পাশাপাশি প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছে সীমান্ত-সন্ত্রাসের প্রসঙ্গও। নরেন্দ্র মোদি বলেছেন, ভারত ও আমেরিকা দুই দেশই সীমান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে। সীমান্ত সন্ত্রাস যে কোনওভাবেই বরদাস্ত করা হবে না, সেকথা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top