শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

বিবিসির বিরুদ্ধে ৫ বিলিয়ন ডলারের মামলা করতে যাচ্ছেন ট্রাম্প

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১০:৪৪

প্রতীকী ছবি, এএফপি থেকে নেওয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাদের একটি তথ্যচিত্রে তার বক্তব্য ভুলভাবে সম্পাদনা করার অভিযোগে ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম বিবিসির বিরুদ্ধে সর্বোচ্চ পাঁচ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে মামলা করবেন। স্থানীয় সময় শুক্রবার (১৪ নভেম্বর) এয়ারফোর্স ওয়ান থেকে সাংবাদিকদের তিনি একথা জানান।

ট্রাম্প বলেন, “আমরা যেকোনো জায়গায় এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মধ্যে বিবিসির বিরুদ্ধে মামলা করব, সম্ভবত আগামী সপ্তাহে। আমি মনে করি, আমার এটা করা উচিত। তারা প্রতারণার বিষয়টি স্বীকার করেছে।”

এর আগে গত সোমবার ট্রাম্পের আইনজীবী বিবিসিকে একটি চিঠি পাঠান, যেখানে অভিযোগ করা হয়—২০২১ সালের ক্যাপিটল দাঙ্গা নিয়ে তৈরি তথ্যচিত্রে ট্রাম্পের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে। ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ প্রদানের জন্য শুক্রবার পর্যন্ত সময়সীমাও নির্ধারণ করা হয়েছিল।

যদিও বিবিসি তাদের ভিডিও সম্পাদনায় ভুল থাকার কথা স্বীকার করে ক্ষমা চেয়েছে, তবে ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ ঘটনার পর ভিডিও সম্পাদনা বিতর্কে বিবিসির মহাপরিচালকসহ শীর্ষ সংবাদ নির্বাহীরা পদত্যাগ করেন।

বিবিসি চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে ব্যক্তিগত চিঠি পাঠিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে অনুশোচনা প্রকাশ করেছেন। তবে বিবিসির ভাষ্য, “যদিও আমরা ভিডিও ক্লিপটি যেভাবে সম্পাদনা করা হয়েছিল তার জন্য আন্তরিকভাবে অনুতপ্ত, তবুও মানহানির দাবির কোনো ভিত্তি আছে—এটি আমরা দৃঢ়ভাবে অস্বীকার করি।”

ট্রাম্প জানান, এ বিষয়ে তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গেও কথা বলবেন। যদিও স্টারমার গণমাধ্যমের স্বাধীনতার প্রতি তার অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top