সন্ত্রাসী হামলা নয়, বিস্ফোরক পরীক্ষার সময় দুর্ঘটনা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৫, ১৭:৩৪
ভারত-শাসিত কাশ্মীরে এক ভয়াবহ দুর্ঘটনায় পুলিশ সদস্য ও ফরেনসিক কর্মকর্তাসহ সাতজন নিহত হয়েছেন। শ্রীনগরের দক্ষিণে নওগাম এলাকার একটি পুলিশ স্টেশনে গভীর রাতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটি কোনো সন্ত্রাসী হামলা নয়, বরং একটি দুর্ভাগ্যজনক দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে, থানায় জব্দ করা কিছু বিস্ফোরক পদার্থ ফরেনসিক দল এবং পুলিশ সদস্যরা পরীক্ষা করার সময়ই এই বিস্ফোরণ ঘটে। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিলেন পুলিশ সদস্য এবং ফরেনসিক দলের কর্মকর্তা। এছাড়া শ্রীনগর প্রশাসনের দুজন কর্মকর্তা মারা গেছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
মাত্র কয়েক দিন আগে নয়াদিল্লিতে ভয়াবহ গাড়ি বিস্ফোরণের ঘটনা ঘটে, যাকে কর্মকর্তারা ‘সন্ত্রাসী’ ঘটনা হিসেবে চিহ্নিত করেছিলেন। সেই ঘটনার কয়েক দিন পরই কাশ্মীরে এই মর্মান্তিক বিস্ফোরণের খবর এল।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।