মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

মেক্সিকো প্রেসিডেন্টের বিরুদ্ধে জেন-জির বিক্ষোভ, আহত ১২০

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১২:০৪

ছবি: সংগৃহীত

মেক্সিকো সিটিতে প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউমের সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত বিক্ষোভে সংঘর্ষে অন্তত ১২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ‘জেনারেশন জেড’ (জেন-জি) তরুণরা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে মাদক সহিংসতা ও সরকারের নিরাপত্তা নীতির বিরুদ্ধে বিক্ষোভের ডাক দেয়। এতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেন।

নিরাপত্তা সংক্রান্ত সমালোচনার প্রেক্ষিতে, কিছু বিক্ষোভকারী মুখ ঢেকে সহিংসতা শুরু করলে পুলিশ টিয়ার গ্যাস ও অগ্নিনির্বাপক ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় ১০০ পুলিশ আহত হয়েছেন, যার মধ্যে ৪০ জন হাসপাতালে ভর্তি। এছাড়া ২০ জন বিক্ষোভকারীও আহত হয়েছেন।

সহিংসতার ঘটনায় ২০ জনকে আটক করা হয়েছে, তাদের মধ্যে একজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও রয়েছে।

নিরাপত্তা প্রধান পাবলো ভাজকেজ জানিয়েছেন, কয়েক ঘণ্টা শান্তিপূর্ণ থাকার পর এই সংঘর্ষের ঘটনা ঘটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top