রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের চূড়ান্ত সিদ্ধান্ত: ভেনেজুয়েলায় সম্ভাব্য সামরিক অভিযান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৬:৪৯

সংগৃহীত

ভেনেজুয়েলায় সামরিক অভিযান বা নীতিগত পদক্ষেপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা তিনি প্রকাশ করেননি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি ‘মোটামুটি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন’ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে ভেনেজুয়েলার সঙ্গে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে মেক্সিকো ও কলম্বিয়ার পরিস্থিতি এখনও উদ্বেগের।

এরই মধ্যে যুক্তরাষ্ট্র ‘নার্কো-টেররিস্টদের’ দমনে ‘অপারেশন সাদার্ন স্পিয়ার’ নামে নতুন সামরিক মিশন শুরু করেছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এক্স-এ ঘোষণা করেন, প্রেসিডেন্ট ট্রাম্প এই অভিযানের নির্দেশ দিয়েছেন।’

সিএনএন জানিয়েছে, শীর্ষ সামরিক কর্মকর্তারা ট্রাম্পকে স্থলভাগে হামলার বিষয়সহ সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে ব্রিফ করেছেন। এই মিশনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র এরই মধ্যে অন্তত এক ডজন যুদ্ধজাহাজ এবং প্রায় ১৫ হাজার সৈন্য অঞ্চলটিতে মোতায়েন করেছে। এর ফলে ভেনিজুয়েলাকে ঘিরে দ্রুত পরিবর্তনশীল এই পরিস্থিতি বিশ্বজুড়ে নতুন ভূরাজনৈতিক উত্তেজনার ইঙ্গিত দিচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top