রবিবার, ১৬ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

লিবিয়া উপকূলে নৌকাডুবি: ২৬ বাংলাদেশির মধ্যে ৪ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৩১

সংগৃহীত

লিবিয়ার আল-খুমস উপকূলে প্রায় ১০০ জন অভিবাসনপ্রত্যাশীকে বহনকারী দুটি নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে নৌযান দুটি উল্টে যাওয়ার পর শনিবার লিবিয়ান রেড ক্রিসেন্ট এ তথ্য নিশ্চিত করে।

রেড ক্রিসেন্ট জানায়, প্রথম নৌকাটিতে মোট ২৬ জন বাংলাদেশি ছিলেন, যাদের মধ্যে চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। দ্বিতীয় নৌকাটিতে ৬৯ জনের মধ্যে বেশিরভাগই ছিলেন সুদানি ও মিসরীয় নাগরিক।

ত্রিপোলির এই উপকূলীয় এলাকা দীর্ঘদিন ধরেই ইউরোপমুখী অনিয়মিত অভিবাসীদের প্রধান রুট হিসেবে পরিচিত। মূলত, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে সাড়ে আট লক্ষাধিক অভিবাসী লিবিয়ায় অবস্থান করছে।

অধিকার সংগঠনগুলো বলছে, লিবিয়ায় শরণার্থী ও অভিবাসীরা নিয়মিতভাবে নির্যাতন, ধর্ষণ ও চাঁদাবাজির শিকার হন। ইউরোপীয় ইউনিয়ন অবৈধ অভিবাসন ঠেকাতে অর্থসহায়তা দিলেও, অভিযোগ উঠেছে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে নির্যাতনকারী মিলিশিয়াদের সম্পর্ক থাকার।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, শুধু চলতি বছরেই মধ্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে এক হাজারের বেশি মানুষের মৃত্যু ঘটেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top