সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ৩ অগ্রহায়ণ ১৪৩২

শেখ হাসিনার রায় নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২৫, ১৯:১০

সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলার রায় ঘোষণা করেছে বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় অনুযায়ী, পাঁচটি অভিযোগের মধ্যে দুইটিতে মৃত্যুদণ্ড এবং একটিতে আমৃত্যু কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায়ের পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, তারা বাংলাদেশের এই রায়ের বিষয়ে অবগত এবং ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারতের লক্ষ্য বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা বজায় রাখা। তারা এই উদ্দেশ্যে সকল অংশীদারদের সঙ্গে গঠনমূলক সংলাপে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

অন্যদিকে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ভারতের প্রতি আহ্বান জানিয়েছে যে, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনা উচিত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের অন্য কোনো দেশে আশ্রয় দেওয়া অবৈধ এবং ন্যায়বিচারের প্রতি অবজ্ঞা। আমরা ভারত সরকারের কাছে অনুরোধ জানাই, তারা যেন দ্রুত এই দুই ব্যক্তিকে বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।” পাশাপাশি, দুই দেশের মধ্যে থাকা প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী এটি ভারতের জন্যও অবশ্যপালনীয় দায়িত্ব বলে উল্লেখ করা হয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top