মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫, ৪ অগ্রহায়ণ ১৪৩২

কৃতজ্ঞতায় ফিলিস্তিনি বাবা কন্যার নাম রাখলেন ‘কুর্দিস্তান’

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১১:৩৭

সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের মধ্যেও ফুটে উঠেছে মানবিক সম্পর্কের এক অনন্য দৃষ্টান্ত। এক ফিলিস্তিনি বাবা তাঁর নবজাতক কন্যার নাম রেখেছেন ‘কুর্দিস্তান’—ইরাকের কুর্দিস্তান অঞ্চলের মানবিক সহায়তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে। মঙ্গলবার (১৮ নভেম্বর) শাফাক নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

নবজাতকের বাবা মোহাম্মদ খালেদ আল–হাবল জানান, সন্তানের জন্য আগেই অন্য নাম ঠিক করা ছিল। কিন্তু যুদ্ধের কঠিন বাস্তবতার মধ্যে কুর্দিস্তান অঞ্চলের বিপুল সহায়তা তাঁকে গভীরভাবে স্পর্শ করে। সেই অনুভূতি থেকেই তিনি সন্তানের নাম পরিবর্তন করে ‘কুর্দিস্তান’ রাখার সিদ্ধান্ত নেন।

আল–হাবল বলেন, “যখন অনেকেই আমাদের পাশে দাঁড়ায়নি, কুর্দিস্তান তখন আমাদের পাশে ছিল।”

এ সহায়তার মধ্যে ছিল—খাদ্য, বিশুদ্ধ পানি, পোশাক, আর্থিক সহায়তা, অনাথ শিশুদের স্পনসরশিপ এবং বাস্তুচ্যুত পরিবারদের জন্য জরুরি সেবা। এই মানবিক সহযোগিতা তাঁর পরিবারের দুর্দিনে আশার আলো হয়ে ওঠে।

যদিও কেউ কেউ নামটিকে অস্বাভাবিক বলে মনে করছেন, তবুও বেশিরভাগ মানুষ তাঁর এ সিদ্ধান্তকে সম্মান জানাচ্ছেন বলে জানিয়েছেন আল–হাবল।

গাজার অগ্নিগর্ভ পরিস্থিতিতে এক ফিলিস্তিনি বাবার এই সিদ্ধান্ত মানবতার প্রতি কুর্দিস্তানের অবদানকে স্মরণীয় করে রাখার এক আবেগঘন উদ্যোগ হিসেবে দেখছেন অনেকে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top