চীন–তাইওয়ান উত্তেজনা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০০

সংগৃহীত

বিশ্ব রাজনীতিতে ভুল অনুমান বহুবার বড় সংঘাত ডেকে এনেছে। এবার সেই ঝুঁকি ঘনীভূত হচ্ছে চীন ও তাইওয়ানকে ঘিরে।

চীনা রাষ্ট্রীয় গণমাধ্যমে বলা হয়েছে—তাইওয়ানকে হংকংয়ের মতো বেইজিং-নিয়ন্ত্রিত ব্যবস্থায় আনা যেতে পারে। কিন্তু তাইওয়ানের কাছে হংকং হলো দমন-পীড়ন ও স্বাধীনতা সংকোচনের উদাহরণ। তাই এমন প্রস্তাবে তাইওয়ান স্বেচ্ছায় সাড়া দেবে—এ ধারণাকে বিশেষজ্ঞরা বিভ্রম বলছেন।

চীন সামরিক, অর্থনৈতিক ও সাইবারচাপ বাড়াচ্ছে; ভুল তথ্য ছড়িয়ে দ্বীপটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা অব্যাহত। তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে সতর্ক করেছেন—চাপ দ্রুত বাড়ছে, জনগণকে ভীত না হয়ে দৃঢ় থাকতে হবে।

বিশ্লেষকদের মতে, বেইজিং তাইওয়ানকে বোঝাতে চাইছে—প্রতিরোধ অর্থহীন, আর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ হবে অত্যন্ত ব্যয়বহুল।

এদিকে জাপানের নতুন প্রধানমন্ত্রী তাইওয়ান ইস্যুকে “জাপানের অস্তিত্বগত নিরাপত্তা” বলে মন্তব্য করায় টোকিও–বেইজিং সম্পর্কেও উত্তেজনা ছড়িয়েছে। চীনের অতিরিক্ত প্রতিক্রিয়া পরিস্থিতিকে আরও জটিল করেছে।

বিশেষজ্ঞদের সতর্কবার্তা—অজ্ঞতা, অবিশ্বাস ও উগ্র প্রতিক্রিয়া মিলিয়ে এ অঞ্চলে বড় ধরনের সংঘাতের ঝুঁকি দ্রুত বাড়ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top