সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

যুদ্ধবিমানে শক্তিশালী হচ্ছে তেহরান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৬

সংগৃহীত

সম্প্রতি ইরানের আকাশসীমায় পুরোনো মিগ-২৯ যুদ্ধবিমানের উড্ডয়ন আন্তর্জাতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম এই তথ্য নিশ্চিত করেছে। বিশ্লেষকরা ধারণা করছেন, এটি রাশিয়ার সরবরাহ করা সম্ভাব্য নতুন চালানের অংশ হতে পারে।

ইরান কয়েক বছর আগে থেকে রাশিয়ার কাছ থেকে এসইউ-৩৫এস যুদ্ধবিমান সংগ্রহে আগ্রহ প্রকাশ করলেও, ইউক্রেন যুদ্ধ ও রুশ বাহিনীর চাহিদা বৃদ্ধির কারণে সরবরাহ বিলম্বিত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতি সাময়িকভাবে পূরণের জন্য রাশিয়া কিছু মিগ-২৯ সরবরাহ করতে পারে। এছাড়া চীনের কাছ থেকেও জে-১০সিই সিরিজের যুদ্ধবিমান সংগ্রহের খবর রয়েছে।

ইরান-ইসরায়েল স্বল্পমেয়াদি সংঘাতের সময় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা প্রকাশ পেয়েছে। তবে দেশটি কমব্যাট ড্রোন, ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এ ঘটনা ইরানকে বিমান বাহিনী ও আকাশ প্রতিরক্ষা কাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা অনুভব করিয়েছে।

বর্তমানে ইরানের বিমান বহর প্রায় হাজারের কাছাকাছি কমব্যাট এয়ারক্রাফট নিয়ে গঠিত হলেও এর অধিকাংশ প্ল্যাটফর্ম ১৯৬০-১৯৮০ দশকের প্রযুক্তির ওপর নির্ভরশীল। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক বাধার কারণে দেশটি নতুন প্রজন্মের যুদ্ধবিমান সংগ্রহ করতে পারেনি।

বিশেষজ্ঞরা বলছেন, মধ্যপ্রাচ্যের জটিল নিরাপত্তা পরিবেশে ইরান বহু বছর ধরে সীমিত সুবিধা থাকা সত্ত্বেও আঞ্চলিক প্রতিরক্ষা সক্ষমতা বজায় রাখতে সক্ষম হয়েছে এবং সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করার দিকে আরও মনোযোগী হয়ে উঠেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top