ওপেক প্লাস ২০২৬ পর্যন্ত তেল উৎপাদন কমানোর চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৮
জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক প্লাস ২০২৬ সাল পর্যন্ত তেল উৎপাদন কমানোর বর্তমান চুক্তি বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছে। রোববার (৩০ নভেম্বর) ইরাকের তেল মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। খবর শাফাক নিউজের।
জোটটি জানিয়েছে, চলতি ডিসেম্বরে ১ লাখ ৩৭ হাজার ব্যারেল প্রতিদিন অতিরিক্ত উৎপাদন বাড়ানোর শেষ ধাপ সম্পন্ন হলে ২০২৬ সালের প্রথম তিন মাসে সব ধরনের উৎপাদন সমন্বয় স্থগিত হবে। ইরাকের তেল মন্ত্রণালয় জানিয়েছে, উৎপাদনের বর্তমান লক্ষ্যমাত্রা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত বহাল থাকবে এবং বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে জয়েন্ট মিনিস্টেরিয়াল মনিটরিং কমিটি কাজ চালিয়ে যাবে।
সৌদি আরব, রাশিয়া, ইরাক, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাজাখস্থান, আলজেরিয়া ও ওমান—এই আট দেশ তাদের অতিরিক্ত স্বেচ্ছা উৎপাদন কমানো অব্যাহত রাখার সিদ্ধান্ত পুনর্ব্যক্ত করেছে। তারা চলতি বছরের অক্টোবর থেকে ধাপে ধাপে স্বেচ্ছা কাটতি শিথিল করছে, তবে বাজার পরিস্থিতি খারাপ হলে প্রক্রিয়াটি বন্ধ, চালু বা পরিবর্তন করা যেতে পারে।
বিশ্বের মোট অপরিশোধিত তেলের প্রায় ৪০ শতাংশ সরবরাহ করে ওপেক প্লাস। বর্তমানে জোটের মোট উৎপাদন ৩ কোটি ৯৭ লাখ ২৫ হাজার ব্যারেল প্রতিদিন, যা এখনও কাটতির আওতায় রয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বৈশ্বিক তেলের দাম স্থিতিশীল রাখতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।