মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫, ১৮ অগ্রহায়ণ ১৪৩২

যুক্তরাষ্ট্র আশাবাদী: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তি সম্ভব

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:৩১

সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ আশা প্রকাশ করেছে যে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শিগগিরই যুদ্ধবিরতির চুক্তি সম্ভব। প্রেস সচিব ক্যারোলিন লেভেট সোমবার (১ ডিসেম্বর) সাংবাদিকদের বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করতে মস্কো গেছেন।

প্রেস সচিব বলেন, “ট্রাম্প প্রশাসন সত্যিই এই যুদ্ধ বন্ধে কঠোর পরিশ্রম করছে। আমরা চুক্তি নিয়ে অত্যন্ত আশাবাদী। গতকাল ফ্লোরিডায় ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে ভালো আলোচনা হয়েছে। এখন স্টিভ উইটকোফ মস্কোতে যাচ্ছেন।”

গত রোববার ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন স্টিভ উইটকোফ। সেখানে উপস্থিত ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেনের প্রধান আলোচক রুস্তেম উমেরোভ বলেছেন, আলোচনায় ভালো অগ্রগতি হয়েছে, তবে কিছু বিষয় এখনও অমীমাংসিত রয়েছে।

চুক্তির প্রস্তাবিত শর্ত অনুযায়ী, রাশিয়া ইউক্রেনের দনবাসের পুরো অঞ্চল তাদের হাতে নিতে চাইছে। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, তারা কোনো ভূখণ্ড ছাড়তে রাজি নয়।

চুক্তি হলে যুক্তরাষ্ট্র দনবাসের দোনেৎস্ক, লুহানস্ক এবং ক্রিমিয়া রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেবে। তবে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়া হবে। ন্যাটোতে যোগদানের দাবিতে মার্কিন প্রশাসন সমর্থন দেবে না।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top